তথ্য মন্ত্রী, বন মন্ত্রী এবং দেশের বিশিষ্ঠজনদের অংশগ্রহণ
ডেস্ক রিপোর্ট
পর্যটন নগরী কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ‘ভোরের কাগজ’-এর জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০১৩ ৫ ও ৬ জুলাই ২ দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এ আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল-‘গণমাধ্যম ও সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
ভোরের কাগজ স¤পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন-ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, তথ্য কমিশনার ড. সাদেকা হালিম, সময় টিভির সিইও আহমেদ জোবায়ের, বাংলাদেশ প্রতিদিন-এর স¤পাদক নঈম নিজাম ও কক্সবাজারের প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু।
সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, জাতীয় সম্প্রচার আইন ও বেসরকারি টেলিভিশন নীতিমালা আগামী ৩ মাসের মধ্যে চূড়ান্ত করা হবে। মিডিয়াকর্মীদের সঙ্গে আলোচনা করেই অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, ডিক্লারেশন বাতিল, স¤পাদকের বয়স ও নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে নতুন আইন তৈরির আগে ১৯৭৪ সালের আইনকে খতিয়ে দেখা হবে।
এতে কক্সবাজারের প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু স্থানীয় সাংবাদিকদের নানা সমস্যার কথা তুলে ধরেন। এর আগে ১ম দিন সকাল ১১টায় স¤পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ। ১ম পর্বে ৪ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত ব্যক্তিরা হলেন-মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহম্মেদ চৌধুরী, দৈনিক কক্সবাজার স¤পাদক নুরুল ইসলাম আহাদ, শ্রেষ্ঠ করদাতা আতিকুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন কো¤পানী। অনুষ্ঠানে সারা দেশের জেলা ও উপজেলা প্রতিনিধি/সংবাদদাতারা অংশগ্রহণ করেন।