টেকনাফ স্থলবন্দর দিয়ে ৪৮ মেট্রিক টন ছোলা আমদানী

তাহেরা আক্তার মিলি
টেকনাফ স্থল বন্দর দিয়ে মিয়ানমার থেকে ছোলা আমদানী শুরু হয়েছে। দীর্ঘ ১ বছর বাংলাদেশ-মিয়ানমার বর্ডার ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্র“পের সপ্তম সভা অনুষ্ঠানের পর ১৩ দিনের মাথায় গতকাল
৭ জুলাই ৪৮ মেট্রিক টন ছোলা নিয়ে একটি জাহাজ মিয়ানমার থেকে টেকনাফ স্থল বন্দরে পৌছেছে। খোজ নিয়ে জানা গেছে- আগামী দু-একদিনের মধ্যে মিয়ানমার থেকে আরও বিপুল পরিমাণ ছোলা টেকনাফ স্থল বন্দরে পৌঁছবে।  উক্ত ৪৮ মেট্রিক টন ছোলা মিয়ানমার থেকে আমদানী কারক হচ্ছেন- ব্যবসায়ী মীর কামরুজ্জামান। গতকাল ৭ জুলাই আমদানীকৃত ৪৮ মেট্রিক টন ছোলা গতকালই ডেলিভারী দেওয়া হয়েছে বলে জানা গেছে। দীর্ঘ ১ বছর পর প্রথম চালানে ৪৮ মেট্রিক টন ছোলা মিয়ানমার থেকে সীমান্ত বাণিজ্যের আওতায় টেকনাফের স্থল বন্দরের পৌঁছার খবরে ব্যবসায়ীসহ সবমহলে ইতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশের বাজারের মিয়ানমার থেকে আমদানীকৃত ছোলার মূল্যে  গড় হিসাবে ক্ষতির আশংকায় বাংলাদেশী ব্যবসায়ীরা গত ১ বছর ধরে মিয়ানমার থেকে ছোলা আমদানী করেননি।