নাইক্ষ্যংছড়িতে বৃক্ষমেলা শুরু

মোহাম্মদ ইউনুছ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যেগে গতকাল রবিবার থেকে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা ২০১৩ শুরু হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিশাল র‌্যালী
বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সমবেত হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদা চৌধুরী ফিতা কেটে ৩ দিনব্যাপী এ বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা টিটন কুমার দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা রকিবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, হাজী এম এ কালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, প্রতিমন্ত্রী বীর বাহাদুর এম.পি’র বিশেষ প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ, ঘুমধুম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল বাশার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ ইসমাইল, সালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহ উদ্দিন চৌধুরী, উপ সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল ইসলাম, কাকলী চৌধুরী, রফিক আহাম্মদ, শিমুল শীল, শিমুল বড়–য়া, সেলিনা আক্তার, মোতাহের হোসেন তুহিন প্রমুখ। এ সময় উপজেলার কর্মরত বিভিন্ন পেশার কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতীর ফলদ,বনজ ও ঔষধী গাছের প্রচুর স্টল লক্ষ করা গেছে। র‌্যালির পর প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপন করা হয়।