চকরিয়া পৌরসভায় জমি দখলের জের ধরে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত,আহত-১২

এম রায়হান চৌধুরী
চকরিয়া থানা সংলগ্ন পালাকাটা গ্রামে বসতভীটার জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের . সংঘর্ষে এক মাদ্রাসার ছাত্র  নিহত ও উভয় পক্ষের ১২জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল ৭জুলাই সকাল সাড়ে ৯টায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগে জানাগেছে, চকরিয়া পৌরসভার হাসেম মাষ্টার পাড়া গ্রামের বাসিন্দা মো: শামসুর ছেলে আবদুস সালাম তার পৈত্রিক বসতভীটায় একটি দালান ঘর নির্মাণ করে। কিন্তু প্রতিপক্ষ তার ভাই আবদুশ শুক্কুর এতে বাধা দেয়। গতকাল সকালে ওই আবদু শুক্কুরের নেতৃত্বে আবু তাহের, সেলিম উদ্দিন, আবু সৈয়দ, সোনা মিয়া, ওসমানসহ ১০/১৫জনের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে আবদুস সালাম (৫০), তার স্ত্রী শামসুন্নাহার (৪৫), ছেলে আজিজ উদ্দিন (২৫), জিয়াউর রহমান বাবু (১৮), ছোটন (১৬), জসিম উদ্দিনের ছেলে মো: শরীফ হামলায় আহত হয়েছে। আহতদের ৩ জনকে চমেক হাসাপাতালে রেফার করা হলে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় পালাকাটা দাখিল মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্র জিয়াউর রহমান বাবু (১৮) মারা যায়। অপরপক্ষের আবদুশ শুক্কুর (৫৫), আবু তাহের (৪৫), সেলিম উদ্দিন (৪৫), আবু সৈয়দ (৪০), সোনা মিয়া (৩৫),মাহমুদা খাতুন কমবেশি আহত হয়েছে বলে জানাগেছে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। 
       ঘটনা প্রসঙ্গে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া বলেন, জমি দখল সংক্রান্ত বিষয়ে শুনেছেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যাক্তি নিহতের বিষয়ে বিস্তারিত অবগত হননি।