কক্সবাজার-রামু আসনে মহাজোটের মনোনয়ন পেলেন সাইমুম সরওয়ার কমল : সমর্থকদের শো ডাউন

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসার ঘটিয়ে রামু-কক্সবাজার সংসদীয় আসনে মনোনয়ন লাভ করেছেন সাইমুম সরওয়ার কমল। গত মঙ্গলবার রাতেই দলীয় মনোনয়নপত্র তার হাতে তুলে দেয়া হয়েছে। এখন রামু-কক্সবাজার আসনে তিনিই মহাজোটের হয়ে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। এদিকে সাইমুম সরওয়ার কমলের মনোনয়ন লাভের খবর ছড়িয়ে পড়লে রামু ও কক্সবাজার সদর উপজেলায় আনন্দ মিছিল বের করে  আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতার কর্মীরা।
এদিকে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ ভেঙে কক্সবাজার শহরে নির্বাচনী শো ডাউন করেছে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কক্সবাজার সদর-রামু আসনের আওয়ামীলীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমল। বুধবার বিকালে তিনি বিশাল গাড়ী বহরসহ ডাক ঢোল পিটিয়ে তার গ্রামের বাড়ী রামু থেকে আরাকান সড়ক হয়ে কক্সবাজার শহরে আসেন। এ সময় তার সাথে দলীয় নেতা কর্মীরা ছাড়াও সাধারণ মানুষ অংশ নিতে দেখা গেছে। তবে তার শো ডাউনের নিরাপত্তায় সামনে পেছনে পুলিশের গাড়ীও ছিল। শো ডাউনকালে কমলের অপেক্ষায় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা জনগণের সাথে হাত নেড়ে সালাম বিনিময় করতে দেখা গেছে। এ দিকে কমলের গাড়ী বহর অতিক্রম করার ৫ মিনিটের মাথায় অবরোধের সমর্থনে স্থানীয় সাংসদ লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে শহরে একটি মিছিল হয়। এ সময় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, ঘোষিত আওয়ামীলীগের প্রার্থী তালিকায় তার নাম না থাকায় রামু-সদর আসনে তার সমর্থকেরা বিভিন্ন এলাকাসহ মহাসড়কের দু’পাশে কলা গাছ রোপন করে অভিনব উপায়ে প্রতিবাদ জানায়। মঙ্গলবার তার মনোনয়ন চূড়ান্ত হওয়ায় বুধবার সমর্থকরা শো ডাউন করে আওয়ামীলীগের মনোনয়নকে স্বাগত জানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন