রিহানার পশু প্রীতি

বিনোদন ডেস্ক: হলিউডের পপ গায়িকা রিহানা তার প্রিয় পশুদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে একটি পশু আশ্রয় কেন্দ্রের জন্য টাকা দান করেছেন। ২৫ বছর বয়সি এই তারকা পশু-পাখি খুবই পছন্দ করেন। তার পছন্দের তালিকার প্রথম পশু হচ্ছে নেকড়ে। সম্প্রতি তিনি ৩০ মিলিয়ন পাউন্ড নেকড়ে হ্যাভেনে দান করেছেন। রিহানার বন্ধু মহলের একজন জানিয়েছেন,‘রিহানা পশু পাখি খুবই পছন্দ করে। সম্প্রতি সে নেকড়ের প্রতি একটু বেশি মনোযোগ দিয়েছে।
তাই সে নেকড়ে হ্যাভেনে টাকা দান করেছে। সে চায় না নেকড়েরা বিলুপ্ত হয়ে যাক।’


এই বিশাল অংকের টাকা দানের পাশাপাশি রিহানা একটি নেকড়ে নিজের জন্য কিনেছেন। জানা গেছে এটি একটি ম্যাক্সিক্যান নেকড়ে। যা উত্তর আমিরিকার সবচাইতে ভয়ংকর প্রাণী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন