কক্সবাজারবাণী ডেস্ক: কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ ৪ ডাকাত আটক হয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে শনিবার রাত দুইটার দিকে হোয়াইক্যং নয়াপাড়া থেকে তাদের আটক করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত তারা পুলিশ হেফাজতে রয়েছে। আটককৃতরা হলো- নয়াপাড়া এলাকার মনু মিয়ার পুত্র শাহজালাল (২৭), নজির হোসেনের পুত্র মু. ইছহাক (২৮), কাঞ্জনপাড়ার আমির হোসেনের পুত্র নুরুল আবছার (১৬) ও নুরুল আমিন।
অভিযানে নেতৃত্বদানকারী স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রের আইসি মাশরুরুল হক জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তাদের দেশীয় তৈরী অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন