কক্সবাজারে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষনা

স্টাফ রিপোর্টার: আগামী ২০১৪ সালের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিতব্য মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে বহাল রাখার দাবিতে সর্বদলীয় ভাবে আন্দোলন শুরু করেছে কক্সবাজারবাসী। বিশ্বকাপের ভেন্যু পুনবহালের দাবিতে দীর্ঘদিন পর এককাতারে দাড়িয়েছে কক্সবাজারের আওয়ামী লীগ ও বিএনপি শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা।
সোমবার সকালে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান মাধ্যমে টি-টোয়েন্টি ভেন্যু হিসেবে কক্সবাজার স্টেডিয়ামকে পুনরায় বিবেচনার আনার দাবি জানিয়েছে সর্বদলীয় আন্দোলন পরিষদ। আওয়ামী লীগ-বিএনপিসহ সকল দলের ও কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এ সর্বদলীয় আন্দোলন পরিষদ কক্সবাজারে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন