আমাদের সময় ডটকম: কক্সবাজারের কুতুবদিয়া উত্তর দুরোং-এ জামায়াত-শিবিরের হরতাল-পরবর্তী সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। তবে পুলিশ নিহতের সংখ্যা ৫ জন বললেও জামায়াত নেতৃবৃন্দ দাবি করছেন তাদের ৮ জন কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় জামায়াত শিবিরের কর্মীরা হরতাল পরবর্তী এক সমাবেশ শুরু করলে পুলিশ এতে বাধা দেয়। এসময় সংঘর্ষ শুরু হলে পুলিশ গুলি করে। এতে ঘটনাস্থলে ৫ জন মারা যায়।
গুলিবিদ্ধ হয় ২০ জন। জামায়াত নেতারা দাবি করছেন আহতদের মধ্যে আরো ৩ জন মারা গেছে। নিহতরা হলেন- পারভেজ (২৪), আবু আহমেদ (৫৫), তাজুল ইসলাম (২৯), আবদুল আজিজ (২৮) ও অপরজন্য অজ্ঞাত। স্থানীয় উপজেলা জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান শাহ রিয়ার কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুতুবদিয়া থানার ওসি জহিরুল ইসলামকে বারবার মোবাইল করা হলেও তাকে পাওয়া যায়নি।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ দাবি করেন, নিহতের সংখ্যা দুইজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন