এম.আমান উল্লাহ: মৌসুমী বায়ূ সক্রিয় থাকার কারণে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকাসহ
বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার রাত থেকে থেমে থেমে হালকা থেকে
মাঝারি ও ভারি বৃষ্টিপাত হওয়ায় জেলার নিন্মাঞ্চল তলিয়ে প্লাবিত হচ্ছে। শনিবার
সকালেও এ ধারা অব্যাহত থাকায় কর্মস্থলমুখী মানুষ ও পথচারীদের নানা দুর্ভোগ পোহাতে
হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস সুত্রে
জানা যায়,মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে কারণ এটি এখনও সক্রিয় থাকায় উপকূলীয়
এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত দুই-তিন দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। শনিবার সকাল ৯
টা পর্যন্ত গত ২৪ঘণ্টায় কক্সবাজার ও এর আশ পাশে ৫৭ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত
রেকর্ড করা হয়েছে বলে
কক্সবাজার আবাহাওয়া অফিস জানান। মৌসুমী বায়ুর দাপটে এমন
বৃষ্টিপাত আরও ২৪ঘণ্টা থাকতে পারে বলে আবাহাওয়া পূর্বাভাষে বলা হয়েছে। এদিকে
শনিবার সকাল থেকে হালকা বৃষ্টিতে যানবাহন সীমিত চলাচল করায় কর্মস্থলমুখী ও
পথচারীদের নানা বিরম্বনায় পড়তে হয়। অনেকেই
কোন পরিবহন না পেয়ে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় ঘর থেকে বের হতে দেখা গেছে। তবে
দু’দিন
ধরে এমন অবস্থা বিরাজ করায় কাজ না পেয়ে বিপাকে পড়েন নিন্ম আয়ের মানুষ। আবহাওয়া
অফিস সুত্রে আরো জানায়, বৃষ্টির কারণে কারণে জোয়ারের উচ্চতা
স্বাভাবিকের চেয়েও কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও সাগর শান্ত রয়েছে।
কক্সসবাজার অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে
বলেছে আবহাওয়া অফিস। এদিকে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে
পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন