দিতেই আসি, নিতে আসি না

আমাদের সময় ডটকম: ঢাকাবাসীর জীবন সহজ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি  বলেন, ঢাকাকে ধীরে ধীরে বড় হতে আমরা দেখেছি। ঢাকাকে বসবাসের উপযোগী করাই আমাদের উদ্দেশ্য। শুক্রবার হানিফ ফ্লাইওভার উদ্বোধন শেষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সুধী-সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন সরকারে আসি তখন শুধু দিতেই আসি। কোন কিছু নিতে আসি না। আমরা ফ্লাইওভার, উড়াল সেতু, কমিউটার ট্রেন চালু, সারাদেশে ট্রেনব্যবস্থার নেটওয়ার্ককে শক্তিশালী করেছি।
সমাবেশে প্রকল্প পরিচিতিতুলে ধরেন প্রকল্প পরিচালক মো. আশিকুর রহমান। বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান, ওরিয়ন গ্র“পের চেয়ারম্যান ওবায়দুল করিম। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন