শহর প্রতিনিধি: কক্সবাজার শহরে ভিমরুল তাড়াতে গিয়ে বসত বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় একটি টিনের বাসা স¤পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। শুক্রবার দুপুরে রুমালিয়ারছরা এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, শহরের রুমালিয়ারছরা এলাকার তাহের মিয়া নামক ব্যক্তির বহুতল বাড়ির ছাদে নির্মিত টিনের বাসায় অনেক দিন আগে ভিমরুল বাসা বাঁধে। শুক্রবার এটি ভাঙার ব্যবস্থা করে বাড়িওয়ালা। ৩’শ টাকা দিয়ে একজন লোকও ঠিক করে।
তারা এটি আগুন দিয়ে ভাঙতে গিয়ে একদল ভিমরুল তাদের কামড় দিয়ে বসে। এসময় ব্যবহৃত আগুন নীচে পড়ে গেলে সেখানে স্তুপ করে রাখা কাঠ থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের স্ফূলিঙ্গ ছড়িয়ে পড়ে চারিদিকে। পুড়ে যায় টিনের বাসাটি। এ সময় আশ পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালায়। ইতিমধ্যে ফায়ার সার্ভিস গিয়ে সৃষ্ট আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এতে ব্যবহারের কিছু লাকড়ী পুড়ে গেলেও বড় ধরণের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল ওই ভবনে বসবাসকারীসহ এলাকার অন্তত কয়েক হাজার লোকজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন