ডেস্ক রিপোর্ট : ১৮ দলের হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ৪ ও ৬ নভেম্বরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই পরীক্ষা দুটি ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
এর আগে শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ১৮ দলের কাছে হরতাল প্রত্যাহর আহবান করে বলেন, আমরা চার মাস আগে এ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছি এবং সেভাবেই পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিয়েছি। কিন্তু ১৮-দলীয় জোট পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কর্মসূচি দিয়েছে। এতে আমরা খুবই ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। তবে হরতাল তুলে না নেয়া হলে পরবর্তী সিদ্ধান্ত রবিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এ বছর প্রায় ২১ লাখ শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। ৪ নভেম্বর থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষাগুলো শেষ হওয়ার কথা রয়েছে ২০ নভেম্বর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন