রামু বাঁকখালী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজাররের রামু উপজেলার ফতেখাঁরকুল তেমুহনী জুলেখার পাড়া হতে শিকলঘাট পর্যন্ত বাঁকখালী নদীর ৩টি ¯পটে মঙ্গলবার হঠাৎ সংঘবদ্ধ মৎস্য শিকারীদের বিষাক্ত মেল (বিষ) প্রয়োগে অসংখ্য মাছ মারা হয়েছে এসব চক্র সোমবার গভীর রাতে বাঁকখালীর উজানে বিষ প্রয়োগ করে মৃতপ্রায় প্রচুর মাছ ভেসে উঠলে এলাকার শত শত উৎসুক জনতা বাঁকখালী নদীতে উৎসবে মাছ ধরতে থাকে
স্থানীয় আব্দুর রহিম মুন্সি জানান, প্রায় সময় নদীতে বিষাক্ত মেল (বিষ) প্রয়োগ করে আসছে তিনি আরো জানান মাছ শিকারীরা রাতেই ভেসে উঠা বড় বড় মাছ গুলো ধরে নিয়ে যায় এবং সকালে ভাসমান ছোট মাছ গুলো ধরতে শত শত মানুষ বাঁকখালী নদীতে নেমে পড়ে তিনি আরো জানান এধরনের মাছ মারতে থাকলে মাছের বংশ বিস্তার ধ্বংস হবে অতি দ্রুত অবৈধ ভাবে মাছ নিধনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন জরুরী বলে তিনি জানান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন