টেকনাফ প্রতিনিধি: টেকনাফ স্থল বন্দর দিয়ে মিয়ানমার থেকে সীমান্ত বাণিজ্যের আওতায় ৪ হাজার ৩৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে টেকনাফে পেঁয়াজের দাম কমেনি। বরং নিয়ন্ত্রণহীনভাবে চলছে টেকনাফে পেঁয়াজের বাজার । ৩ নভেম্বর সন্ধ্যায় সংশ্ল্ষ্টি সূত্রে এতথ্য জানা গেছে । বর্তমানে টেকনাফের খোলা বাজারে এক কেজি পেঁয়াজ ১০০ টাকা থেকে ১০৫ টাকা দরে বেচা-কেনা হচ্ছে । সূত্রে জানা যায়, গত ৩দিনে টেকনাফ স্থল বন্দর দিয়ে মিয়ানমার থেকে সীমান্ত বাণিজ্যের আওতায় ৫ জন আমদানীকারক ৩২৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন ।
তাছাড়া ২২ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৩২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল । এত বেশী পেঁয়াজ আমদানি করা সত্বেও টেকনাফের খোলা বাজারে পেঁয়াজের দাম মোটেও কমেনি, বরং বেড়েই চলেছে । নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট তথা হিলি, সোনামসজিদ, বুড়িমারি, পঞ্চগড়, সোনাইহাট, ভেড়ামারা, বেনাপোল দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে টনপ্রতি ৯৫০ ডলার হিসাবে । পক্ষান্তরে টেকনাফ স্থলবন্দও দিয়ে সীমান্ত বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে মাত্র টন প্রতি ৬১০ ডলারে । টেকনাফ কাস্টম্স সুপার হুমায়ুন আহমদ জানান, পেঁয়াজ আমদানী সম্পূর্ণ শুল্কমূক্ত এবং কি কারনে পেঁয়াজের দাম কমছেনা তাহা নিয়ে আমার ও প্রশান রয়েছে। ভূক্তারা জানান, টেকনাফ বাজারে প্রশাসনের মনিটরিং কমিটি কার্যক্রম ঝিমিয়ে পড়ার কারনে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীদের প্রশ্ন করা হলে পেঁয়াজের দাম কমছেনা কেন? তারা জানান, পেঁয়াজের চাহিদার তুলনায় পেঁয়াজের সংকট রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন