স্বামীকে যে নয়টি কথা কখনোই বলবেন না



ডেস্ক রিপোর্ট: আপনি কি আপনার স্বামীকে যৌনতৃপ্তি পেয়েছেন বলে মিথ্যা বলেন? অথবা বাচ্চাদের সঙ্গে তার আচরণের খুঁত খুঁজে বের করেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার অজান্তেই নিজেদের সম্পর্কের মারাত্মক ক্ষতি করছেন আপনি। সাইকোথেরাপিস্ট ও ‘এভরিডে লাভ’ বইটির লেখক জুডি ফোর্ড নয়টি কথা উল্লেখ করেছেন। সুস্থ সম্পর্কের স্বার্থে এ নয়টি কথা স্বামীর সামনে কখনোই উচ্চারণ করা যাবে না বলে জানিয়েছেন তিনি।

১. প্রথম কথাটি দাম্পত্যের অবিচ্ছেদ্য অংশ যৌনতা নিয়ে। যৌনতৃপ্তি না হলে কখনোই তা নিয়ে মিথ্যা বলতে যাবেন না।

২. কখনোই বলা যাবে না এমন আরেকটি কথা হচ্ছে, “তুমি হুবহু তোমার বাবার মতো।” এটা অনেকের জন্যই বিব্রতকর।

৩. অনেকেই তাদের স্বামীদের বলে থাকেন “তুমি কখন নতুন চাকরি নেবে?”

৪. চতুর্থ ক্ষতিকর কথাটি হচ্ছে, “তুমি এমন করতে পার, তা আগেই আমার মা বলেছিল।”

৫. কোনো কাজের ক্ষেত্রে “এটা করা বাদ দাও, আমি নিজেই করছি।” কোনো কাজ করার সময় তার অদক্ষতা কিংবা ভিন্নভাবে করার কারণে এটা বলা যায় না যে, সে সম্পূর্ণ ভুল করছে, বা এ কাজের অনুপযুক্ত।

৬. “তুমি সবসময় .. .. .. .” (শূন্যস্থান পূরণ করুন) । অথবা, “তুমি কখনো .. .. .. .. .” (শূন্যস্থান পূরণ করুন)।

৭. “তোমার কি মনে হয় প্যান্টগুলো ফুলে যাচ্ছে?” তার স্বাস্থ্যগত পরিবর্তন বিষয়ে আপনি উদাসীন থেকে অন্য বিষয়ে নজর দেয়া হলে তা সত্যিই সমস্যার বিষয়।

৮. “উহ্, তোমার সেই বন্ধুর সঙ্গে আবার?” এর মাধ্যমে আপনার স্বামীর বন্ধু পছন্দের বিষয়ে অপমান করা হয়।

৯. “বাচ্চাদের দেখে রেখ। কিন্তু এটা করবে না, ওটা করবে না, সেটা ভুলো না…..”। এর বদলে বাবাকে নিজের মতো করে সবকিছু ম্যানেজ করতে দেয়াভাই লো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন