
পাশাপাশি ট্রেইলারে ছবিটির গ্রাফিক্স, কালার এবং সাউন্ডের গুণাগুণ সর্ম্পকে দর্শকদের ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এর আগে গত অক্টোবরে ‘অগ্নি’ ছবিটির ছোট একটি ট্রেইলার মুক্তি দেওয়া হয়। যা দেখার জন্যে প্রথম তিন দিনে ইউটিউবে প্রায় বার ৫ লক্ষ হিট পড়েছিলো। মাহিয়া মাহী ও আরেফিন শুভ অভিনীত ছবিটির অধিকাংশ শ্যুটিং হয়েছে থাইল্যান্ডে।
ছবিতে নীতি মোহনের গাওয়া একটি আইটেম গানে প্রথম বারের মতো পারফর্ম করেছেন মাহী। আর সেই গানটির কোরিওগ্রাফি করেছেন ঈগল ড্যান্স গ্রুপের তানজিল। অন্যদিকে এই ছবিতে প্রথমবারের মতো ‘সহে না যাতনা’ শিরোনামে একটি গানেও কণ্ঠ দিয়েছেন নায়ক আরেফিন শুভ।
এছাড়া অন্যান্য গানে কণ্ঠ দিয়েছে শান, কনা ও অদিত। ছবিটির সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছে আহমেদ হুমায়ুন ও অদিত।
উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ছবিটি মুক্তির তারিখ নিয়ে বেশ জটিলতার মধ্যে পড়েছিলো। অবশেষে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন