কক্সবাজার হানাদার মুক্ত দিবস আজ

ডেস্ক রিপোর্ট: আজ ১২ ডিসেম্বর কক্সবাজার হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জয় বাংলা বাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হয় কক্সবাজার শক্র মুক্ত। জানা যায়, ১৯৭১ সালের ১২ ডিসেম্বর সশস্ত্র অবস্থায় ৪টি গাড়ি যোগে জয় বাংলা স্লোগান দিয়ে কক্সবাজার পৌঁছে মুক্তিযোদ্ধারা। কক্সবাজার শহরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে সকাল ১০টায় অনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করেন জয় বাংলা বাহিনীর অধিনায়ক কামাল হোসেন চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক, ক্যাপ্টেন (অব) আবদুস ছোবাহান।
মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী ১২ ডিসেম্বর পতাকা উত্তোলনের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাধীনতার ৪২ বছরের ইতিহাসকে মুছে ফেলার জন্য একটি মহল চেষ্টা করে যাচ্ছে।

এদিকে কক্সবাজার হানাদার মুক্ত দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন সংগঠন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন