মোঃ ইউনুছ: রামু উজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল পূষ্পকলি আদর্শ যুব পরিষদের উদ্যোগে দুদিন ব্যপি ঐতিহাসিক পবিত্র সিরাতুন্নবী (সঃ) মাহফিল সম্পন্ন হয়। প্রথম দিন ২৩ জানুয়ারী মাষ্টার সৈয়দ আলমের সভাপতিত্বে মাহফিলের প্রধান আলোচক ছিলেন চট্রগ্রামের বোয়াখালী উপজেলার বিশিষ্ট আলেমেদিন মৌলানা মাহবুবুল করিম জিহাদী। বিশেষ বক্তা ছিলেন, কক্সবাজারের কলাতলী আলেমে দ্বীন মৌলানা আবদু সালাম জিহাদী ও কচ্ছপিয়া দক্ষিন পাড়া মসজিদের খতিব মৌঃ মোস্তাক আহমদ শওকি। মাহফিলের সমাপনি দিনে গর্জনিয়া ইউনিয়নের সাবেক মেম্বার আলহাজ মোক্তার আহমদের সভাপতিত্বে মাহফিলের প্রধান আলোচক ছিলেন চট্রগ্রামের পটিয়ার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মৌলানা হারুনুর রশিদ। শেষ অধিবেশনে প্রধান ওয়ায়েজ মৌলানা হারুর রশিদ বলেন, যাদের আল্লাহর ভয় নাই তারা দুনিয়ার চাকরী ও ধন সম্পদের জন্য জালেম হয়ে গেছে। এই ধরনের যারা তারাই বাংলাদেশে ঈমানদার ও আলেম সমাজকে হত্যা করছে। এই ধরনের ইসলারেম দুশমনেরা আগেও ছিল কিয়ামত পর্যন্ত থাকবে। নবী করিম (সঃ) এর আদেশ না মানায় কাফের- ইহুদীরা পথভ্রষ্ট হয়েছে। তিনি সরকারের উদ্বেশ্য বলেন, কুকুর পর্যন্ত মানুষকে পাহারা দিয়ে যাচ্ছে আর বর্তমান সরকার এদেশের ঈমানী মুসলমানদেরকে হত্যা করছে। দেশে এখন ঈমানদার নিধন চলছে যারা এ হত্যা চালাচ্চে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত করে। এ জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করেন। মাহফিলে প্রধান অতিথি জাতীয়তাবাদী সেচ্চাসেবক দলের কক্সবাজার জেলার প্রতিষ্টাতা সাধারন সম্পাদক সাবেক ছাত্র নেতা সাংবাদিক মোহাম্মদ আকতার হোছেন কুতুবি তার বক্তব্য বলেন, নব্বই ভাগ মানুষ এ দেশের মানুষ ইসলাম ধর্ম বিস্বাসী কিন্তুু বর্তমানে এ দেশে নাচ-গান করতে কোন লাইচেন্স লাগেনা তবে ধর্মীয় মাহফিল করতে অনুমতি লাগে। এতে বিশেষ অতিথি ছিলেন, উখিয়া উপজেলার নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, বিশেষ বক্তা ছিলেন, চকরিয়ার আলেমেদ্বীন মৌঃ আজিজুল হক জিহাদী, ভয়েচ অব কোরআন বাংলাদেশের চেয়ারম্যান মৌলানা সাফওয়ানুল হক আল-আজাহারী ও গর্জনিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মৌঃ নুরুল আমিন, নুরুল আজিম ডালিম ও মোঃ হাইরুল ইসলাম হিরুর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোঃ ইসলাম, হাজী কবির আহমদ, হাজী মোঃ মাষ্টার ইসহাক, হাজী মোঃ হোসাইন, সাবেক মেম্বার মোঃ ইউছুপ, মাষ্টার আবদুল মালেক, মৌঃ আলী আকবর, সদস্য আমিন, মুজিব, ফরিদুল ইসলাম, শাহিন, আয়াজ, মাঈনু, ফোরকান প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন