![]() |
ছবি- সিবিএন |
টেকনাফ প্রতিনিধি: ইয়াবা মাদক এবং মানব পাচারকারী যতই শক্তিশালী হউক, যেখানে পান আটক করুন। তাদের মুখোশ উম্মোচনে বিশেষ করে সাংবাদিক সমাজ অগ্রনী ভূমিকা পালন করতে পারে। এছাড়া ইয়াবা ও মানব পাচার নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সাংবাদিকরা তথ্য প্রদানে এগিয়ে আসলে দূর্বল হয়ে পড়বে ইয়াবা ব্যবসায়ীরা। তিনি জন প্রতিনিধিদের প্রতি ইঙ্গিত করে আরো বলেন, সমাজে কারা ইয়াবা ও মানব পাচার ব্যবসায় জড়িত রয়েছে নিশ্চয় আপনারাঅবগত। তাদের তালিকা তৈরী করে সমাজ, জাতি ও দেশকে মাদক থেকে রক্ষা করুন। ২৬ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে টেকনাফ উপজেলা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি উপরোক্ত কথাগুলো বলেন।
টেকনাফ উপজেলা চেয়ারম্যান শফিক মিয়ার সভাপতিত্বে একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুচ বাঙ্গালী, মহিলা ভাইস চেয়ারম্যান মীচ বাহার ইউসুফ, মেয়র হাজী মোঃ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজী, ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, প্রাণী সম্পদ কর্মকতা একেএম হুমায়ুন মোর্শেদ, আওয়ামীলীগ নেতা এমএ জহির, ৩য় শ্রেণী কর্মচারীর পক্ষে মঞ্জুরুল আলম প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন