আজ ও কালকের আবরোধ স্থগিত, ফের রোববার থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক: ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ আজ শুক্রবার ও কাল শনিবারের জন্য স্থগিত করা হয়েছে। তবে রোববার থেকে ফের লাগাতার অবরোধ চলবে বলে জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক অবরোধ স্থগিতের ঘোষণা দেন। একতরফা নির্বাচন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ১৮ দলীয় জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে গত বুধবার থেকে সারাদেশে রাজপথ-রেলপথ-নৌপথে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়। 

গত সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে বিরোধী জোটের পক্ষে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন