পেকুয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনা ঃ চকরিয়া সাংবাদিক কল্যাণ পরিষদের নিন্দা

চকরিয়া প্রতিনিধি
দৈনিক আজকের কক্সবাজার ও পূর্বকোন পত্রিকার প্রতিনিধি ও পেকুয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম. কফিল উদ্দিনের বিরুদ্ধে পেকুয়া থানার জনৈক চিহ্নিত দালাল বাদী হয়ে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন চকরিয়া সাংবাদিক কল্যাণ পরিষদ। বিবৃতিদাতারা হলেন, চকরিয়া সাংবাদিক কল্যাণ পরিষদের আহবায়ক ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি মুহাম্মদ আবদুল মতিন চৌধুরী, যুগ্ম আহবায়ক
এবং দৈনিক কক্সবাজার বাণী ও আমাদের অর্থনীতির চকরিয়া প্রতিনিধি এম. রায়হান চৌধুরী, সদস্য সচিব ও দৈনিক নতুন বাংলাদেশ’র জেলা প্রতিনিধি এবং দৈনিক বাঁকখালীর স্টাফ রিপোর্টার এ.কে.এম বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক ও দৈনিক সংগ্রাম’র চকরিয়া সংবাদদাতা শাহজালাল শাহেদ, সদস্য যথাক্রমে -দৈনিক রুপসীগ্রামের নিজস্ব সংবাদদাতা মুহাম্মদ জিয়াউদ্দিন ফারুক, পেকুয়া ২৪ ডটকমের সম্পাদক ও দৈনিক বাঁকখালীর স্টাফ রিপোর্টার মোঃ ফারুক, খবর তরঙ্গ ডটকমের কক্সবাজার জেলা প্রতিনিধি শাহনেওয়াজ জিল্লু, দৈনিক নতুন বাংলাদেশ’র চকরিয়া-পেকুয়া প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ অনবিলম্বে সংবাদকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন