ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলামের মৃত্যুতে ছাত্র ইউনিয়নের শোক

প্রেস বিজ্ঞপ্তি
উখিয়া উপজেলার ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও রুমখাঁ বাজারপাড়া গ্রামের মাষ্টার নুরুল ইসলাম (৪৮) গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না............. রাজিউন।
তিনি মৃত্যুকালে ২ ছেলে ৩ মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গত বুধবার সকালে নামাজে জানাযা শেষে স্থানীয় কবর স্থানে তাঁকে দাফন করা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উখিয়া উপজেলা সংসদের নেতৃবৃন্দরা মাষ্টার নুরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, উখিয়া উপজেলা ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি শরিফ আজাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল মাজেদ, মিজবাহ আজাদ, মোঃ রফিক আজাদ, জয় বড়–য়া, হুমায়ুন কবির, জোবায়েত হোসেন, সোহেল বড়–য়া, সানি বড়–য়া, রাইহানুল করিম মিজবাহ, মোঃ জাহেদ, আশরাফুল হক প্রমূখ। বিবৃতিদাতারা বলেন, মাষ্টার নুরুল ইসলাম দীর্ঘ ২০ বছরের অধিক সময় ধরে নিষ্ঠা ও সুনামের সহিত শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেন। তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ  এবং সকলের প্রিয় শিক্ষক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে বিদ্যালয়ের সকলের মাঝে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। পরিশেষে আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন