টেকনাফে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজারে আগুন :তরকারীর মূল্য দ্বিগুণ

নজরুল ইসলাম
 টেকনাফে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য দিন দিন পাগলা ঘোড়ার মত বেড়ে যাচেছ । এতে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র মধ্যবিত্ত ও নিন্ম বিত্তদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচেছ ।
টেকনাফের বিভিন্ন বাজার ও দোকান পরিদর্শন করে দেখা যায়,মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য এক এক দোখানে এক এক দরে বিক্রি করছে ব্যবসায়ীরা । প্রাইকারী দোকান গুলোতে কতিয়ে দেখা যায়,সোয়াবিন প্রতি লিটার ১৩০,ছোলা ৭০,ময়দা ৩৫ থেকে ৪০ টাকা,পিয়াজ ৩৫ টাকা থেকে ৪০ টাকা, ও ি চিনি ৫০,মসরির ডাল ১২০ টাকা,রসুন ৮০,আলু ২২,টমেটো ৮০,বেগুন ৫০,কাচামরিছ ৭০ টাকা মূল্যে খুচরা ব্যবসায়ীরা ক্রয় করে । এদিকে ক্রেতারা অভিযোগ করেছে, অনেক ব্যাবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত মূল্লে বিক্রি করে যাচেছ । রিক্রাওয়ালা লতিফ জানায়,সারাদিন রিক্রা চালিয়ে মালিকেক ভাড়া দেওয়ার পর যে টাকা থাকে সে টাকা দিয়ে চাল ক্রয় করতেই সব টাকা ফুরিয়ে যায় ভাই আর মাছ তরকারী  ক্যানগরি কিনিয়ুম। ব্যবসায়ী করিম জানায়,টেকনাফে যেভাবে অবৈধ রোহিঙ্গা আসা শুরু করেছে, এসব রোহিঙ্গারা টেকনাফে অবস্থান করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় করে টেকনাফের খাদ্য দ্রব্রের উপর প্রবাব ফেলছে । সচেতন মহল মনে করে রমজানের আগে থেকেই বাজার মনিটরিং ও মূল্য তালিকা টাঙ্গিয়ে দিলে সাধরন ক্রেতারা আর টকবেনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন