পুকুরের মাছ লুট ॥ ক্ষয়ক্ষতি ১০লাখ টাকার

কাকারায় বাগানের শতাধিক গাছ কর্তন করেছে সন্ত্রাসীরা

এম. রায়হান চৌধুরী
চকরিয়া কাকারায় প্রকাশ্য দিবালোকে সশস্ত্র মহড়া দিয়ে ব্যক্তি মালিকানাধীন বাগানের বিভিন্ন প্রজাতির মূল্যবান শতাধিক গাছ কেটে ফেলেছে সন্ত্রাসীরা।
এসময় দুস্কৃতিকারীরা চাষকৃত পুকুরের বিপুল পরিমাণ মাছও লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল ২০জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারা গ্রামে এ ঘটনা ঘটে। জমি মালিকের ছেলে নুরুল আবছার রিয়াদ জানান, তার মা শামসুন্নাহারের মালিকানাধীন ১৭শতক জমিতে দীর্ঘ ৫০বছর ধরে ষ্টেশনে মার্কেটসহ বাগান সৃজন ও পুকুরে মাছ চাষ করে আসছিলেন। ঘটনারদিন স্থানীয় একই এলাকার বশির আহমদ, তার ছেলে মফিজ ও ভাড়াটে নুরুল আবছারের নেতৃত্বে ৩০/৪০জনের সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসীরা হাতে অস্ত্র, দা কিরিছ ও লোহা রড নিয়ে তার বাগান ও পুকুরে ভয়াবহ তান্ডব চালায়। এতে বাগানে দীর্ঘদিনের রোপিত ম্যালেরিয়া, জাম ও চিকনপাতা গাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ নির্বিচারে কেটে ফেলে এবং পুকুরে চাষকৃত প্রচুর পরিমাণের মাছ লুট করে নিয়ে গেছে। এতে ওই পরিবারের অন্তত ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় স্থানীয় শতশত লোকজন পরিস্থিতি স্বচক্ষে দেখলেও অস্ত্রের মুখে তারা বাধা দেয়ার সাহস পাননি। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া বলেন, ঘটনা সম্পর্কে লিখিত অভিযোগ পাওয়ার পর থানার উপ-পরিদর্শক নাছির উদ্দিনসহ পুলিশদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। হামলাকারী আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন