উখিয়ায় শিক্ষক কর্তৃক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভ ঃ শাস্তির দাবি

উখিয়া প্রতিনিধি
উখিয়ার মরিচ্যাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারহানা আকতার নিশাত স্কুল শিক্ষক কর্তৃক অমানবিক শারীরিক নির্যাতনের শিকার হওয়ায় সচেতন অভিভাবক মহল এ ঘটনায় তীব্র
ক্ষুব্দ প্রতিক্রিয়া সহ শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন। এ ধরণের নির্যাতনের ঘটনায় অভিভাবক ও ছাত্র-ছাত্রীর মাঝে বর্তমানে চরম ক্ষোভ বিরাজ করছে। গত বুধবার আহত ছাত্রীর অভিভাবকরা ওই অভিযুক্ত শিক্ষক মুজিবুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
ছাত্রীর অভিভাকরা জানান, উপজেলার মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও মরিচ্যা গ্রামের মীর কাশেমের কন্যা ফারহানা আকতার নিশাত (৮) গত মঙ্গলবার স্কুলে গেলে ওই বিদ্যালয়ের কর্মরত শিক্ষক মুজিবুর রহমান উক্ত ছাত্রীকে স্টীলের স্কেল দিয়ে বেদড়ক মারধর করে। স্কেলের আঘাতে শিশু ছাত্রীর শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়। স্কুল ছুটি শেষে আহত শিশুটি বাড়িতে গেলে শিক্ষকের অমানবিক নির্যাতনের দৃশ্য দেখে পরিবারের সকল সদস্য হতভাগ হয়ে যায়। গতকাল নির্যাতনের শিকার ছাত্রীকে নিয়ে অভিভাবক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর আহমদের নিকট শরণাপন্ন হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, নির্যাতনের শিকার ছাত্রীকে দেখানোর জন্য আমার নিকট অভিভাবকরা নিয়ে আসছিল। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ওই শিক্ষক মুজিবুর রহমানকে গতকাল অফিসে ডেকে এনে আহত ছাত্রীকে চিকিৎসা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সচেতন মহলের দাবী বিদ্যালয়ের শিশু ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতন নিষিদ্ধ থাকলেও কতিপয় শিক্ষকরা তা অমান্য করে শিশুদের অমানবিক নির্যাতন করা খুবই দুঃখজনক। উক্ত ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে অভিভাবকরা মনে করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন