টেকনাফ ইউনিয়ন পরিষদে সন্ত্রাস নাশকতা চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা
সাইফুল ইসলাম চৌধুরী
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদে সন্ত্রাস, নাশকতা, চোরাচালান প্রতিরোধ ও সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
২০ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় টেকনাফ ইউপি কার্যালয়ে চেয়ারম্যান নূরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল হক ও তথ্য সেবাদানকারী পিকলু দত্তের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী, উপজেলা আওয়ামীলীগ নেতা হাফেজ উল্লাহ, টেকনাফ মডেল থানার এস আই মোঃ আলমগীর। এছাড়া বক্তব্য রাখেন, মৌঃ আব্দুল হক, সাবেক ইউপি সদস্য আহাম্মদ হোসন, নূরুল ইসলাম কালু, ইউপি সদস্য ডাঃ নূর মোহাম্মদ গনি, সিরাজুল ইসলাম, উমর হাকিম, সব্বির আহাম্মদ, মোঃ আলম, আবু ছৈয়দ, সৈয়দ হোসাইন, খুরশিদা বেগম, সংরক্ষিত মহিলা সদস্যা রানু আক্তার, খালেদা বেগম, রশিদা বেগম প্রমুখ। এছাড়া মিটাপানিরছরা আশরাফিয়া কাশেমূল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক ও খতিব মৌঃ ওমর ফারুক, জাহালিয়াপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক মৌঃ জমির হোসাইন, গুমতলী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, জাহালিয়া পাড়ার সমাজ সেবক শাহ আলম, দক্ষিণ কচুবনিয়া মসজিদ কমিটির সভাপতি সৈয়দ হোসন আলোচনায় অংশ নেয়।
সভায় বক্তারা এই দেশ আমাদের, এ দেশকে বাচিয়ে রাখার দায়িত্ব সকলের। ঈমামদের উদ্যেশ্যে এ সব বিষয়ে মসজিদে শুক্রবারের জুমার নামাজের খুৎবায় এলাকাবাসীকে সজাগ করার আহবান জানায়। সমপ্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার আহবানও করা হয়। প্রতি ওয়াডে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করন ও আশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থার দাবী করেন। ইতিমধ্যে টেকনাফে ইভটিজিং এর প্রবনতা বৃদ্ধির কথা শিকার করে শিক্ষা প্রতিষ্টান থেকে অনেক শিক্ষাথী ঝড়ে পড়ছেন। এতে পাড়া-মহল্লায় এদের প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার আহবান করা হয়। তাছাড়া মাদক ইয়াবা ট্যাবলেট থেকে এদেশের যুব ও ছাত্র সমাজকে রক্ষা করা না গেলে আগামী দিনে আমাদের সমাজের জন্য ভয়াবহ অবস্থার কথা বলেন বক্তারা।
সভা শেষে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদে আগামী ২০১৩-১৪ অর্থ বছরের জন্য ৫৫ লাখ ৫৪ হাজার টাকার নতুন বাজেট পেশ করেন ইউপি সচিব আব্দুল হক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন