নোংরা পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগ

ভ্রাম্যমান আদালতের দৃষ্টি আকর্ষণ

সংবাদ দাতা
কক্সবাজার শহরের বিমান বন্দর সড়কের ৬নং এলাকার জমজম বরফকলের সামনে কিলকী আইসবার নামে একটি আইসক্রীম তৈরির ফ্যাক্টরি অনেকদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছে।
অতি গরমে কোমলময়ী শিশুরাই সবচেয়ে বেশি ক্রেতা। যা খেয়ে শিশুরা ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, আইসক্রীম ফ্যাক্টরিতে খুবই নোংরা পরিবেশে আইসক্রীম তৈরি করা হয়। যেখানে আইসক্রীম তৈরি হয় তার পাশেই দরজা বিহীন একটি টয়লেট। টয়লেটের পাশেই একটি টিউবওয়েল, ঐ টিউবওয়েলের পানিই আইসক্রীমের সকল কাজে ব্যবহার করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আইসক্রীম তৈরিতে যে চিনি ব্যবহার করা হয়, তা নামে মাত্র চিনি। বেশির ভাগই সেকারিন, ক্ষতিকারক দ্রব্য ও কাপড়ের রং ব্যবহার করা হয়। যা মানবদেহের জন্য অতি ক্ষতিকর। স্থানীয় এলাকাবাসির দাবি, এ জাতীয় খারাপ মেডিসিন দ্বারা তৈরি খাদ্য দ্রব্য খেয়ে কোমলমতি শিশুরা দিন দিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্যহীন হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও ভ্রাম্যমান আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন