টেকনাফে বিজিবি‘র অভিযানে ওষুধ ও মদ জব্দ

সাইফুল ইসলাম চৌধুরী
টেকনাফ সদর বিওপির হাবিলদার মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ২৩ জুন ৪ টায় বিশেষ সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ১নং স্লুইচ গেইট সংলগ্ন নাফ নদীর কিনারা হতে
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা  ১লাখ ২০ হাজার পিচ স্টিমিটিল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ঔষধ সামগ্রী এবং বাংলাদেশে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে নিয়ে আসা বিদেশী ২৩২ ক্যান আন্দামান বিয়ার, ৩৪ বোতল গ্লাস মাস্টার মদ, ৩৬ বোতল মিয়ানমার মদসহ ৪০ কেজি কারেন্ট জাল ও ১টি কাঠের নৌকা আটক করে। আটককৃত ঔষধ, মদ, কারেন্ট জাল ও কাঠের নৌকার মূল্য ৪ লাখ ২৪ হাজার ৩’শ ৯২ টাকা। আটককৃত মাদক দ্রব্য ব্যাটালিয়ন সদরে এবং অন্যান্য মালামাল টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে জানিয়েছেন ৪২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন