টেকনাফে ডিএসএফ মাতৃস্বাস্থ্য স্কীমের ওরিয়েন্টশন সভা

সাইফুল ইসলাম চৌধুরী
ডিএসএফ মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম উপজেলা ডিএসএফ কমিটির ওরিয়েন্টেশন ২৩ জুন টেকনাফ উপজেলা হেলথ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ডিমান্ড সাইড ফাইনান্সিং (ডিএসএফ)
কো-অর্ডিনেটর ওমর শরীফ শিবলী মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীমের অতীত ও বর্তমান অবস্থা, সারাদেশের এবং বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিশুরোগ বিশেষঞ্জ ডাঃ আতাউর রহমান, মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির,পরিবার পরিকল্পনা কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) শ্র“তিপূর্ণ চাকমা, সূর্য্যের হাসি ক্লিনিক এফডিএসআর কো-অডিনের্টর অজয় কুমার চৌধুরী, সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম, মোঃ আশেক উল্লাহ ফারুকী,নুরুল করিম রাসেল,শেড সৌহার্দ্য কর্মসূচীর পিসি শওকত আলী প্রমূখ। ওরিয়েন্টেশনে সরকারী কর্মকর্তা Ñকর্মচারী এনজিও প্রতিনিধি,ইমাম,শিক্ষক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী অংশগ্রহণ করেন। উল্লেখ্য  ২০০৮-২০০৯ অর্থসনে টেকনাফ উপজেলায় মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীমের কার্যক্রম শুরু  হয়। টেকনাফ উপজেলায় মোট লক্ষ্যমাত্রা হচ্ছে ১৮ হাজার ১৪৪ জন । এ পর্যন্ত উক্ত স্কীমের আওতায় এসেছে অর্থাৎ বই ইস্যু হয়েছে ১৫ হাজার ৬৫৩ জন। নরমাল ডেরিভারী হয়েছে ৯ হাজার ৭৯৪ জন এবং সিজারিয়ান হয়েছে ৪৪৩ জনের। সরকারী এই কর্মসূচী বাস্তবায়নে এনজিও সংস্থা এফডিএসআর সূর্য্যের হাসি ক্লিনিক সহযোগিতা দিয়ে আসছে। প্রসঙ্গত মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা, প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করা, প্রসব ও গর্ভকালিন জটিলতার ব্যবস্থাপনা জনসচেতনতা সৃষ্টি ,দারিদ্র গর্ভীবতী মহিলাদের প্রসব পূর্ব প্রসবকালিন  ও প্রসব পরবর্তী সেবা গ্রহণে আগ্রাহ বৃদ্ধির পাশাপাশি পরোক্ষভাবে নারীর আতœসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে এই কর্মসূচী চালু করা হয়েছে। মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম প্রাথমিক পর্যায়ে ২১ জেলার ২১টি উপজেলায় শুরু  হলেও বর্তমানে বাংলাদেশে ৪১টি জেলার ৪৬টি উপজেলায় চালু হয়েছে। উপজেরা নির্বাহী অফিসার এবং আবাসিক অপিসার (আরএমও) উপজেলা ডিএসএফ কমিটির যথাক্রমে সভাপতি ও সদস্য সচিব কিন্তু তাদের ২ জনের ১ জনও সভায় উপস্থিত ছিলেন না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন