কক্সবজার সুপার মার্কেট ভবনে ফাটল, বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির আশংকা

সংবাদ দাতা
কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের মালিকানাধীন সমবায় সুপার মার্কেট ভবনের নীচ ও দ্বিতীয় তলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছোট বড় ফাটল দেখা দিয়েছে।
যে কোন মুহুর্তে ঐ ভবন ধ্বসে পড়ে ভবনের ভিতরে অবস্থানরত বিক্রেতা ও ক্রেতাগণের বড় ধরনের দুর্ঘটনা সম্মুখীন সহ প্রাণহানি হওয়ার আশংকা প্রকাশ করেছেন বাজার এলাকার সচেতন মহল। ওই সমবায় সুপার মার্কেট (দ্বিতীয় তলা) ভবনটির ফাটল পরিলক্ষিত হওয়ায় গত ৩১ জানুয়ারি কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে একটি পরিদর্শন টিম ভবনটির প্রত্যেকটি কক্ষ পরিদর্শন করে ভবনটিতে বসবাস ও  ব্যবহার  অযোগ্য বিধায় পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছিল। এ মর্মে গত ০৬/০৫/২০১৩ইং তারিখ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা জামান জেলা প্রশাসক বরাবরে ঐ ভবনে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকাসহ প্রাণহানির সম্ভাবনা রয়েছে বিধায় উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের একখানা আবেদন করেছেন। গত শনিবার বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর পরিচালকবৃন্দ উক্ত সুপার মার্কেট ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলা পরিদর্শন করত: ভবনের ফাটল দৃশ্য সমূহ ক্যামেরা বন্দি করে। বাজার এলাকার সচেতন লোকজন রানা প্লাজার মতো এ ভবনটি যে কোন মুহুর্তে ধ্বসে পড়ে পুরো মার্কেটে অবস্থানরত লোকজন প্রাণহানি হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন। ভবনটিতে প্রাণহানির আশংকা মুক্ত হওয়ার জন্য অবিলম্বে উক্ত ভবনে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করতে এলাকাবাসী জেলা প্রশাসক সমীপে জোর দাবি জানিয়েছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন