ঈদগাঁওয়ে বিরোধীয় জমি পরিমাপকে কেন্দ্র করে সংঘর্ষ ঃ আহত ৭

মোঃ মিজানুর রহমান আজাদ
কক্সবাজার  সদরের ঈদগাঁও ইউনিয়নের আলমাছিয়া গেইট সংলগ্ন মহাসড়কের পূর্ব পার্শ্বে বিরোধীয় জায়গা পরিমাপকে কেন্দ্র করে ২২ জুন সকাল সাড়ে ১১টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে।
আহত যাদের নাম পাওয়া গেছে তারা হল- সাবেক ইউপি সদস্য বাবুল কান্তি দে (৪২), মুকেন্দু দে (৫৫), ভিউ রঞ্জন দে (৩৪), মোজাফ্ফর আহমদ (৬০), মনজুরা বেগম (৩২), এবাদুল হক (২৮) ও আজিজুল হক (২৩)। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঘটনার দিন সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর উপস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিরোধীয় জায়গা পরিমাপ করার সময় অপর পক্ষের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষ একে অপরের উপর লাঠি, ধারালো অস্ত্র ও  ইট পটকেল নিয়ে আক্রমণ করে। এসময় উভয় পক্ষের কিছু লোক ও প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে বিরোধীয় হিন্দু সম্প্রদায় পক্ষের দাবী খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী গং কর্তৃক দানকৃত তাদের দীর্ঘ ৮০/৯০ বছরের সেবা খোলার জায়গাটি সম্প্রতি মোজাফ্ফর আহমদ গং জবর দখলে নিয়ে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। এ নিয়ে হিন্দু সম্প্রদায় স্থানীয় পরিষদ ও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলেও তার তোয়াক্কা না করে নির্মাণ কাজ অব্যাহত রাখে। ঘটনার দিন সকালে চেয়ারম্যানের উপস্থিতিতে উভয় পক্ষের জায়গা পরিমাপের কথা থাকলেও মোজাফ্ফর গং উপস্থিত না হয়ে আকষ্মিক ভাবে মহিলা সন্ত্রাসীদের সমন্বয়ে তাদের উপর হামলা চালায়। প্রতিপক্ষের মমতাজ জানান, তাদের দীর্ঘ ৫০/৬০ বছরের ভোগ দখলীয় জায়গায় গতকাল হঠাৎ জবর দখলের উদ্দেশ্যে একটি বাহিনী হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। এ সময় প্রতিরোধ করতে গেলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। খাঁন বাহাদুর মোস্তাক আহমদের দানকৃত সেবা খোলার জায়গা অন্য স্থানে। তা কাগজপত্র নিয়ে বসলে প্রমাণিত হবে। ঘটনার ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, বিরোধীয় জমি নিয়ে পরিষদ ও পুলিশ  সুপার বরাবরে পৃথক অভিযোগ করে হিন্দু সম্প্রদায়। কিন্তু বিবাদীরা তা তোয়াক্কা না করে নির্মাণ কাজ অব্যাহত রাখে। ঘটনার দিন উক্ত জায়গা পরিমাপ করতে গেলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন নির্মিত স্থাপনা ভেঙ্গে দিয়ে জায়গাটি জবর দখল মুক্ত করে। অন্যদিকে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনজুর কাদের ভুইয়ার সাথে ঘটনার ব্যাপারে জানতে চাইলে বলেন পুলিশ সুপার বরাবরে দায়েরকৃত অভিযোগটি তদন্তাধীন অবস্থায় উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছিল। কিন্তু ঘটনার দিন সকালে তাকে না জানিয়ে উভয় পক্ষ বিরোধীয় জায়গায় গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন