চকরিয়ায় প্রতারক কর্তৃক ভিসার টাকা পাওনা দারের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা করার অভিযোগ

এসএম হান্নানশাহ
চকরিয়ায় এক প্রতারক কর্তৃক ভিসার টাকা পাওনা দারের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের আব্দুল হাকিম পাড়ার মৃত চাঁনমিয়ার পুত্র মনজুর আলমের সাথে পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকার আবু তাহেরের  মধ্যে ওমানের ভিসা বিক্রির চুক্তি হয়। চুক্তি মোতাবেক আবু তাহেরের ওমান প্রবাসী পুত্র মোস্তাফিজুর রহমান ভিসা পাঠানোর কথা বলে ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৮৫ হাজার টাকা গ্রহণ করে। ভিসা পাঠানো চুক্তির মেয়াদ শেষে দীর্ঘদিন অতিবাহিত হলেও ভিসার কোন খোঁজ খবর না পাওয়ায় ভিসার টাকার জিম্মাদার প্রবাসীর পিতা আবু তাহেরের সাথে যোগাযোগ করা হয়। তিনি তার পুত্র ভিসা দিতে পারবে না বলে দম্ভোক্তি দেয়। এতে টাকা প্রদানকারী মনজুর আলম ওই প্রতারকের বিরুদ্ধে পেকুয়া ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ দায়ের করে। চেয়ারম্যান তার গ্রাম আদালতে সালিশী বৈঠকে কাগজপত্র ও স্বাক্ষী যাচায়-বাঁচাই করে টাকা আত্মসাতের প্রমাণ মিলে। প্রতারক আবু তাহের চেয়ারম্যানের বৈঠকে ভিসা প্রদানের নামে আত্মসাৎ করা ৮৫ হাজার টাকা পরিশোধ করবে মর্মে ১৫০ টাকার নন জুড়িশিয়াল স্ট্যাম্পে নিজ হস্তে দস্তখত সহ অঙ্গীকারনামা প্রদান করে। এতে ও টাকা পরিশোধ না করে নানাভাবে মনজুর আলম হয়রানি করে আসছে পাওনাদারকে। গত ১৭ জুন মঙ্গলবার আবু তাহের ও মনজুর আলম কোনাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুদু মেম্বারের বাড়িতে বিচার বসে। কিন্তু আবু তাহেরের স্ত্রী হসিনা বেগম চলচাতুরীর আশ্রয় নিয়ে টাকা পরিশোধের কথা বলে মেম্বারের নিকট থেকে সময় নিয়ে উল্টো চকরিয়া থানায় পাওনাদার মনজুর আলম গং এর বিরুদ্ধে একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করেছে। অপরহণ মামলার ভিকটিম বর্তামানের কোনাখালী ইউপি চেয়ারম্যানের হেফাজতে রয়েছে বলে জানাগেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন