কক্সবাজার জেলা ছাত্রদলের জরুরী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার এক জরুরী সভা গতকাল বিকেল ৫টায় জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবীব উল্লাহ হাবীব এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান, সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদ, খুরুশকুল ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলম বহদ্দারসহ ৪ জনের উপর গুলি করে আহত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয় এবং অনতিবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাউছার আলম, যুগ্ম-সম্পাদক রাশেদ আবেদীন সবুজ, সহ-সাধারণ সম্পাদক ছানাউল্লাহ আবু, প্রচার সম্পাদক সরওয়ার রোমন, জেলা ছাত্রদল নেতা মোঃ ইউসুফ, জেলা ছাত্রদলের সদস্য ও সদর উপজেলা আহবায়ক নাছির উদ্দিন, জেলা ছাত্রদল সদস্য ও আইন কলেজ সভাপতি মনির উদ্দিন, জেলা সদস্য ও শহর সিঃ সহ-সভাপতি মোঃ ইলিয়াছ, ছাত্রদল রামু উপজেলা আহবায়ক শাহনূর উদ্দিন বাবু, কক্সবাজার সিটি ডিগ্রী কলেজ সভাপতি জাহিদুল ইসলাম রিটন, ঈদগাঁও উপজেলা আহবায়ক মোঃ আজমগীর, আইন কলেজ সাধারণ সম্পাদক এস.ডি বাবু,  কক্সবাজার বিশ্ববিদ্যালয় কলেজ সাধারণ সম্পাদক রাশেদুল হক, সিটি ডিগ্রী কলেজ সাধারণ সম্পাদক সাইফুর রহমান নয়ন, রামু উপজেলা সদস্য সচিব আবু তালেব ছোটন, যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন, ঈদগাঁও উপজেলা যুগ্ম-আহবায়ক আবুল কাশেম, জসিম উদ্দিন জনি, শহর ছাত্রদলের সহ-সভাপতি নাজিম উদ্দিন, হোসাইনুল ইসলাম বাহাদুর, যুগ্ম-সম্পাদক কানন বড়–য়া, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ সাংগঠনিক সম্পাদক শাহীনুল কাদের লিমন, সিটি ডিগ্রী কলেজ সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আজম, সদর উপজেলা যুগ্ম-আহবায়ক আনোয়ারুল ইসলাম টিপু, রফিকুল ইসলাম, রামু কলেজ যুগ্ম আহবায়ক হোসনে মোবারক মিনার, সিটি কলেজ ক্যাম্পাস সভাপতি আলীম উদ্দিন, আইন কলেজ ক্যাম্পাস সভাপতি মোঃ ইসমাইল প্রমুখ।
সভায় সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শাখার কর্মীসভা করার সিদ্ধান্ত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন