রামুতে বিধবা মহিলার বসতবাড়ী গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

রামু প্রতিনিধি 
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনায় মধ্যরাতে এক বিধবা মহিলার বসত বাড়ী গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
এ সময় সন্ত্রাসীরা বাড়ীর বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বিধবা রুপবাহার বেগম বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা গ্রামের বাসিন্দা মৃত মোহাম্মদ জকরিয়ার স্ত্রী রুপবাহারকে অসহায় মহিলা পেয়ে ফুলনীরচর এলাকার মাসুমের নেতৃত্বে সাইফুল ইসলাম বাবু ও সাইদুল ইসলাম রুমেল সহ তাদের দলীয় সন্ত্রাসীরা তার শেষ সম্বল বসত ঘর ও ভিটা জবর দখলে মরিয়া হয়ে উঠে। তারই সূত্র ধরে গত (১৭ জুন) দিবাগত রাত আড়াই টায় সন্ত্রাসীরা তার বসত ঘরটি ভাংচুর করে এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 
রুপবাহার বেগম বলেন, অসহায়ত্বের সুযোগে সন্ত্রাসীরা তার স্বামীর বসতভিটাটি জবর দখলের অপতৎরতা চালিয়ে আসছিল। গত সোমবার মধ্যরাতে সন্ত্রাসীরা তার মাটির গুদাম বসত ঘরটি ভাংচুর করে। তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। 
এদিকে গতকাল বুধবার রামু থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন