মালয়েশিয়াগামী ট্রলারসহ ২ শতাধিক যাত্রী উদ্ধার

ডেস্ক রিপোর্ট
সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উপকূলবর্তী এলাকা থেকে দুই শতাধিক যাত্রীসহ একটি ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
সোমবার বিকেল ৪টার দিকে কোস্টগার্ড সদস্যরা যাত্রীসহ ট্রলারটি আটক করে। স্থানীয় সূত্র জানা যায়, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারটি ডুবে যাওয়ার খবর পেয়ে তাদের আত্মীয় স্বজনরা বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করে। কোস্টগার্ডের টেকনাফের সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার কেএম নেওয়াজ জানান, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন দ্বীপের অদূরে ট্রলারটি বিকল হয়ে যায়। পরে খবর পেয়ে ট্রলারটি উদ্ধার করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি আরও জানান, ট্রলার থেকে মালয়েশিয়াগামী দুই শতাধিক যাত্রী ও মিয়ানমারের ৬ দালালকে আটক করে টেকনাফ থানায় পাঠানো হয়েছে।