ডেস্ক রিপোর্ট: ৩৪তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষার ফল সোমবার প্রকাশ হয়েছে। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৩৩ জন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উত্তীর্ণদের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কমিশনের ওয়েবসাইট থেকে আগামী ৯ জুলাই থেকে বিপিএসসি-২ ফরম ডাউনলোড করে তা পূরণ করে ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা আড়াইটার মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র কার্যালয়ে জমা দিতে হবে। ঢাকার প্রার্থীদের আগারগাঁওয়ে শেরেবাংলানগরে কমিশনের নবনির্মিত ভবন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রের প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনের আঞ্চলিক কার্যালয়ে ফরম জমা দিতে হবে। পরবর্তীতে লিখিত পরীক্ষার তারিখ জানানো হবে বলেও জানান মীর মোশাররফ হোসেন। তিনি জানান, বিকাল পাঁচটা থেকে পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd ফল পাওয়া যাচ্ছে।
এছাড়াও যে কোনো মোবাইল মোবাইল ফোন থেকে BCS লিখে স্পেস দিয়ে ৩৪ লিখে স্পেস দিয়ে reg no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে উত্তীর্ণ অথবা অনুত্তীর্ণদের ফল পাওয়া যাবে। তবে কমিশনের নোটিশ বোর্ডে ফল পাওয়া যাবে না। পিএসসি জানায়, সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী নিয়ে গত ২৪ মে ৩৪তম বিসিএস’র এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসির তথ্যমতে, দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেন। বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে গত ৭ ফেব্র“য়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ১৮ ফেব্র“য়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত সরকারি চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করেন।
এবার রংপুরে প্রথমসহ সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি পরীক্ষা কেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ৩৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।