‘কোরআনের কথা মনে রাখুন, যৌন নিপীড়ন থেকে দূরে থাকুন’

আন্তর্জাতিক ডেস্ক:
ব্রিটেনে যৌন নিপীড়ন বেড়েছে  অবস্থা এতই বেগতিক যে শেষ পর্যন্ত মসজিদের ইমামকে বলতে হচ্ছে, ‘পবিত্র কোরআনের কথা মনে রাখুন  নারীর মর্যাদা দিন, যৌন নিপীড়নের মতো ঘৃণ্য কাজ থেকে নিজেকে দূরে রাখুন ’

সম্প্রতি ব্রিটেনে ৫০০টি মসজিদের ইমামকে বলা হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ কোরআনে নারীর যে মর্যাদার কথা বলা হয়েছে, সে কথা সবাইকে মনে করিয়ে দিতে  যৌন নিপীড়ন যে হারে বেড়েছে এবং তাতে ইসলাম ধর্মাবলম্বীদের যতটা জড়িত হতে দেখা যাচ্ছে তাতে এ ব্যবস্থা না নিলে আর চলছিল না  এমন অপরাধ বাড়ছে অনেক দিন ধরেই  
তবে ‘টুগেদার এগেনস্ট গ্রুমিং' (টিএজি) নামের একটি সংগঠন মসজিদের ইমামদের স্মরণাপন্ন হয়েছে অক্সফোর্ড এবং রোচডেল এলাকার পরিস্থিতি দেখে  গত মঙ্গলবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর যৌন নিপীড়ন চালানো এবং ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদের কারাদ- দেয়া হয়েছে সাতজনকে  সাজাপ্রাপ্ত সাত জনের মধ্যে পাঁচজন পাকিস্তানি এবং বাকি দু'জন আফ্রিকান বংশোদ্ভূত 
মুসলিম অধ্যুষিত আরো কিছু এলাকাতেও সমস্যাটি প্রকট হয়ে ওঠায় এক পর্যায়ে বাধ্য হয়েই মসজিদের ইমামদের সহায়তা চেয়েছে টিএজি  
সংগঠনের মুখপাত্র আনসার আলী বর্তা সংস্থা এএফপিকে জানান, বিষয়টি তাঁদের লজ্জিত এবং আতঙ্কিত করেছে  সে কারণেই মুসলমানদের ধর্মের বাণী শোনানোর উদ্যোগ নিয়েছেন তাঁরা  মসজিদগুলোও এ আহ্বানে সাড়া দিয়েছে  শুক্রবার জুম্মার নামাজের আগে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অনুযায়ী নারীর মর্যাদা রক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।