ঢাকা টু কক্সবাজার স্কেটিং ম্যারাথন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
পোর্টস ভিশন ও সার্চ স্কেটিং ক্লাবের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে রোড শো ও স্কেটিং ম্যারাথন-২০১৩। রোড শো’টি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে শুরু হয়ে কক্সবাজার স্টেডিয়ামে গিয়ে শেষ হবে।
আর স্কেটিং ম্যারাথন কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু হয়ে ইনানীতে গিয়ে শেষ হবে।
সোমবার ‘রোড শো ও স্কেটিং ম্যারাথন ২০১৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জনানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) মো. ফারুক খান। অনুষ্ঠানে জানানো হয়, ‘সবার জন্য খেলাধুলা’ ও ‘কার্বন নিঃসরণ কম করুন, পরিবেশ রক্ষা করুন’-এ ¯ে¬াগান নিয়ে শারীরিক কার্যক্রম এ্যাডভেঞ্চার ¯েপার্টস ও ¯েপার্টস ট্যুরিজমকে উৎসাহিত করার লক্ষ্যে স্কেটাররা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। রোড শো ও স্কেটিং ম্যারাথন সারাদেশ থেকে বাছাইকৃত ৫০ জন (ছেলে ও মেয়ে) স্কেটার এ অংশ নিচ্ছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. ফারুক খান বলেন, সরকার এ্যাডভেঞ্চার ¯েপাটিং’র উন্নয়নে খুবই আন্তরিক। এ লক্ষ্যে এবছরের বাজেটে এ্যাডভেঞ্চার ¯েপার্টসের সরঞ্জম আমদানিতে শুল্ক ৬০ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে।
মন্ত্রী জানান, সরকার ও অন্যান্য ¯পন্সর প্রতিষ্ঠান যাতে স্কেটিংয়ে ¯পন্সর করে সেজন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আগামীতে স্কেটিংয়ে ¯পন্সর করবে বলেও জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্ল“ ফ্লাইং একাডেমির চেয়ারম্যান আব্দুল্লাহ আল জহীর স্বপন, বাংলাদেশ অলি¤িপক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু এবং দু’বারের এভারেস্ট বিজয়ী মাউন্টেনিয়ারিং ট্রেকিং ক্লাব-এর সভাপতি এম. এ মুহিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্চ স্কেটিং ক্লাবের চেয়ারম্যান ও আয়োজক কমিটির সদস্য সচিব মো. আরশাদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. অনুপম হোসেন।