কচ্ছপিয়ায় সন্ত্রাসীদের হামলায় ৩ জন গুরুত্বর আহত

রামু প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়ায় সন্ত্রাসী হামলায় ৩ জন গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায়  রামু থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।  এই হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে গতকাল ৩০ জুলাই সকালে কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়া গ্রামের সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটে। আহতরা হল, মমতাজুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী হাসিনা
বেগম (২৮), মো. নুরুল আলমের স্ত্রী ফাতেমা বেগম (৩৮)।  
জানা গেছে সকালে হঠাৎ পূর্ব শক্রতার জের ধরে  একদল সন্ত্রাসী জায়গার মালিক মমতাজুল ইসলামের বসত ভিটা জোর পূর্বক জবর দখল করতে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।  আহত মমতাজুল ইসলাম জানান, স্থানীয় ভুমিদস্যু বাদশার পরিকল্পনা মতে মো, মোস্তফার নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়। তিনি আরও জানান,  সন্ত্রাসীদের হামলায় তিনি ও তার স্ত্রী এবং বড় বোন গুরুত্বর আহত হয় এবং সন্ত্রাসীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে আহতদেরকে মুর্মূর্ষ অবস্থায় হাসপাতলে নিয়ে যাওয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন