হাসিনা সরকারকে উৎখাত করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন করবে জনগন -শাহজাহান চৌধুরী

উখিয়ায় বিএনপির ইফতার মাহফিলে

উখিয়া প্রতিনিধি: কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী বলেছেন, হাসিনা সরকারকে উৎখাত করে তত্ত্বাবধায়ক সরকার এই বাংলার মাটিতে বাস্তবায়ন করবে সাধারণ জনগণ। তিনি বলেন, আওয়ামীলীগের ‘জয়‘ রাজনীতিতে এসে বিএনপি’র বিজয়কে আরো নিশ্চিত করে দিয়েছে। তিনি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল নেতাকর্মীকে হাসিনা সরকারের পতন আন্দোলনে শরিক হওয়ার জন্য ঈদের পর ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।
 গত ২ আগষ্ট শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উখিয়া উপজেলা বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক বিএ, বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র অর্থ-বিষয়ক সম্পাদক এস.এম শাহ আলম, জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সিকদার, জেলা বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা এম আব্দুল হাই, খাইরুল আলম চৌধুরী, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক এম বাদশা মিয়া চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম মোক্তার আহমদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী হেলাল উদ্দিন, আব্বাছ উদ্দীন কন্ট্রাক্টার, নুরুল আমিন চেয়ারম্যান, ছাবের আহমদ, দিদারুল আলম, অধ্যাপক আব্দুল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, সেক্রেটারী মাওলানা সুলতান আহমদ, উখিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এড. আব্দুর রহিম, রাজাপালং দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল আহমদ চৌধুরী, রাজাপালং উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর কোম্পানী, হলদিয়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিলুর রহমান শাহীন, জালিয়া পালং উত্তর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, সিরাজুল আলম চৌধুরী,  শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কোম্পানী, হলদিয়ার বিএনপি নেতা ডাঃ নাছির উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি হামিদ হোছন সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসান উল্লাহ মনি, যুগ্ন-আহ্বায়ক ফয়সাল সিকদার টিটু, তরুণ দলের আহবায়ক আলমগীর সিকদার হান্নান প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন, মুফতি ফজলুল করিম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন