নিরপেক্ষ নির্বাচন হলে আ.লীগকে জনগণ উচিত শিক্ষা দিবে

কক্সবাজার জেলা জাসাসের সম্মেলনে বক্তারা


এম. আমান উল্লাহ: সংবিধানের দোহাই দিয়ে সরকার বাকশালী কায়দায় দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন বলে অভিযোগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র কক্সবাজার জেলা নেতারা বলেন, প্রধান বিরোধী দল বিএনপি ছাড়া দেশে কোন নির্বাচন হতে পারে না। শুধু তাই নয়, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য নিয়ে যে পাঁচ বছর ছিনিমিনি খেলেছে তার চরম প্রতিশোধ নেয়ার সময় এসেছে বলেও হুঁশিয়ারি দিয়ে
জাসাস বক্তারা আরো বলেন, আপনারা রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। তাই এখনো সময় আছে সংবিধান কিংবা কোন ষড়যন্ত্রের অজুহাত না দেখিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সংসদ নির্বাচনের ঘোষণা দিন। দেখুন জনগণ আপনাদের কি শিক্ষা দিয়ে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয়।
শনিবার বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস জেলা শাখা আয়োজিত সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন। 
সংগঠনের জেলা সভাপতি আতাহার ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. শামিম আরা স্বপ্না। প্রধান বক্তা ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন । 
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাসাস কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার লায়েক হায়দার, সাতকানিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক এহছানুল মওলা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, কক্সবাজার জেলা জিয়া পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও জেলা জাসাসের সিনিয়র নেতা ফরিদুল মোস্তফা খান, শহর ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম, জাসাস নেতা কাজী মো. গোলাম মোরশেদ, এড. জাবেদুল আনোয়ার রুবেল, বলরাম দাশ, কফিল উদ্দিন আনু ও এমএ আজিজ রাসেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না বলেন, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রতিষ্ঠা করেছিলেন দেশের মানুষের দূর্দিনে শিল্প সাহিত্য ও সংস্কৃতি দিয়ে তার প্রতিবাদ জানাতে। তাই জেলা জাসাসের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আগামিতে সরকারের জুলুম নির্যাতনের দাঁতভাঙা জবাব দিতে হবে। 
প্রধান বক্তার বক্তব্যে জাসাস’র কেন্দ্রিয় সহ-সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, জাসাস সরকারের একটি আতংকের নাম। কারণ এই সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে ঐক্যবদ্ধভাবে জালেম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। 
কক্সবাজার জেলা জাসাস নেতা মো. এখলাছের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানের প্রথমে জাসাসের শিল্পীরা যৌথ কণ্ঠে একটি দলীয় গান এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করে। এতে জাসাসের শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন, যথাক্রমে- মোহনা টিভির ‘গানের তরী’ অনুষ্ঠানের
ফাইনাল রাউন্ডের শিল্পী পারভেজ, বুলবুল আক্তার, দিলারা খানম সাজ, মনোয়ারা খানম কাজল, রওশন আরা এ্যানী, রোমানা আক্তার বেলি, ফাতেমা, জয়শ্রী, সেতু, সুবর্ণা, মিলা, রিমা, আনোয়ারা, ইজ্জামনি, ইসহাক, ওসমান, জাফর আলম, সুমন, জয়নাল, রবি দাশ, মুবিন কুতুবী, সিরাজ, আরমান, রাসেল, ইফাজ, বৈশাখী, জামাল, প্রভা, সোহাগ ও মানিক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন