গত ২০১২-১৩ অর্থবছরে প্রথম পাঁচ মাসে প্রবাসীরা ৬১১ কোটি ৪৪ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিল।
নভেম্বর মাসে আসা রেমিটেন্সের মধ্যে ৩৩ কোটি ৯৫ লাখ ডলার এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক এবং এক কোটি ২২ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বিশেষায়িত দু’টি ব্যাংকের মাধ্যমে। আর বেসরকারি ২৯টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৬৮ কোটি ৬৩ লাখ ডলার এবং বিদেশি নয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে দুই কোটি ২৯ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, টাকার বিপরীতে ডলারের চাঙ্গা ভাবের কারণে গত অর্থবছরের প্রথম থেকেই প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ডলারের দাম কমে যাওয়ায় প্রবাসীরা কম পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছে। এছাড়া বর্তমান রাজনৈতিক অস্থিরতায় দেশে বিনিয়োগের পরিবেশ অনূকূল না থাকায় দেশে অর্থ পাঠানো কমিয়ে দিয়েছেন। সূত্র: বাসস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন