রিজভীর জামিন ও রিমান্ড নামঞ্জুর

ডেস্ক রিপোর্ট: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয়া হয়েছে। আজ বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম এম এ সালাম সংক্ষিপ্ত শুনানি শেষে এ নির্দেশ দেন। এ আগে সকাল ১০টার দিকে রিজভী আহমেদকে আদালতে হাজির করা হয়। পৌনে ১১টায় জামিন ও রিমান্ড আবেদনের শুনানি শুরু হয়। গত ৩০ নভেম্বর ভোরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৭২ ঘণ্টা অবরোধ শুরুর আগে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হানা দিয়ে থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় কম্পিউটার ও আসবাবপত্র ভাংচুর ছাড়াও কার্যালয় তছনছ করা হয়। শাহবাগে বাসে আগুন দেয়ার মামলায় গ্রেফতার দেখিয়ে ওই দিন ১০ দিনের রিমান্ড আবেদনসহ ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। অন্যদিকে রিজভীর জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।

উল্লেখ্য, শাহবাগে বাসে আগুন দেয়ায় ঘটনায় পুলিশের করা মামলায় রুহুল কবির রিজভী ছাড়াও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামকেও আসামি করা হয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন