টেকনাফের সী-বীচ সড়কে ডাকাতি : মোবাইল স্বর্ন ও নগদ টাকা লুট

মাহফুজুররহমান মাসুম, টেকনাফ:
টেকনাফ সী-বীচ সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  সশস্ত্র ডাকাতদল রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের  বেপরোয়া মারধর করে পথচারীদের সর্বস্ব ছিনিয়ে নেয়। গত বুধবার রাত সাড়ে ১১ টায় এ ডাকাতির ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ডাকাতের কবলে পড়া ছোট হাবিবপাড়ার নুরুল আলমের পুত্র নুরুল আমিন (২০) বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। এরা হচ্ছে- ডাকাত  তজিল, জসীম, সাইফুদ্দিন ও জামাল। তিনি জানান- মহেশখালীয়াপাড়া  শাশুড় বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার পথে হাজামপাড়া এলাকায় পৌছলে ৮/১০ জনের মূখোশপরা অস্ত্রধারী ডাকাতদল রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটর সাইকেল ভাংচুর ও শরীর তল্লাশী করে ২টি মোবাইল সেট, নগদ ৫০ হাজার টাকা, আড়াই তোলা স্বর্ণ ছিনিয়ে নিয়ে আরও প্রায় ৪/৫টি যানবাহনে ব্যাপক লুটপাট চালায়। অভিযোগের সত্যতা জানতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন