নৌ-যানগুলোকে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ
কায়সার হামিদ মানিক: পূর্বমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ফাইলিন উত্তর-পশ্চিম থেকে সরে এসে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। কক্সবাজার আবহাওয়া বার্তা কক্সবাজারকে ২নং সতর্ক সংকেত জানিয়ে উপকূলের নৌ-যানগুলোকে নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে মেঘলা আঁকাশ ও প্রচন্ড তাপমাত্রায় অতিষ্ট জনজীবনে নেমে এসেছে ঘুর্ণিঝড় ফাইলিন আতংক। নির্বাহী কর্মকর্তা বললেন উপজেলার সকল জনপ্রতিনিধিকে এব্যাপারে সতর্ক করে ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার উপকূলীয় এলাকার সোনারপাড়া, ইনানী ঘুরে দেখা যায়, অধিকাংশ ফিশিং বোট উপকূলে অবস্থান নিয়েছে। জেলেরা জানান, গভীর সমূদ্রে যেসব মাছ ধরার ট্রলার রয়েছে তারাও উপকূলে চলে আসার জন্য রওয়ানা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের কর্মকর্তা নাজমুল হক জানান, ২নং সতর্ক সংকেত বলবৎ থাকলেও ঘুর্ণিঝড়ে উখিয়া-টেকনাফ আক্রান্ত হওয়ার তেমন কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী উপজেলার সকল ইউ.পি চেয়ারম্যান ও সদস্যদের ঘুর্ণিঝড় ফাইলিন মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন