জিয়াবুল হক, টেকনাফ:
দীর্ঘ ১যুগ পরে অবশেষে নব-নির্মিত পৌরভবনে ২২ মে থেকে টেকনাফ পৌরসভার যাত্রা শুরু করেছে । বিকাল সাড়ে ৫টায় কুরআন খানী ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে টেকনাফ পৌরভবনের অনাড়ম্বর উদ্ভোধন করা হয়।টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা মুফতী কিফায়তুল্লাহ শফিক দোয়া পরিচালনা করেন। পৌর মেয়র হাজী মোঃ ইসলাম মিয়া, সাংবাদিক ও প্যানেল মেয়র-২ আব্দুল্লাহ মনিরসহ কাউন্সিলরগণ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০০সনে টেকনাফ পৌরসভা গঠন করা হলেও দীর্ঘ প্রায় ১৩ বছর নিজস্ব ভবন না থাকায় জেলা পরিষদের একটি ঝুকিপূর্ণ (ডাকবাংলো) ভবনে এতদিন কার্যক্রম চালিয়ে আসছিল। অবশেষে টেকনাফ মডেল থানা গেইটের পূর্ব পাশে এই দ্বিতল ভবন নির্মিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন