জিয়াবুল হক, টেকনাফ:
বর্ণাঢ্য র্যালী, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে ২২ মে টেকনাফে আন্তজার্তিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়েছে। ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের আওতায় পরিবেশ অধিদপ্তরের সহযোগী সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট নেকম নেতৃত্বাধীন কনসোর্টিয়াম কতৃক বাস্তবায়নাধীন সমাজ ভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প ও ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় ক্লাইমেট রিজিলিয়েন্ট ইকোসিষ্টেম এন্ড লাইভলিহুড (সিআরইএল) প্রকল্পের যৌথ উদ্যোগে টেকনাফের বাহারছড়া মারিশবনিয়া এসইএসডিপি মডেল হাইস্কুলে এই কর্মসূচী উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- “ পানি নিরাপত্তা ও জীববৈচিত্র্য ”।
শিক্ষক Ñশিক্ষার্থী , সরকারী কর্মকতার্, আয়োজক সংস্থার কর্মকর্তা -কর্মচারী, সিএমসির সদস্যবৃন্দ, সিআরইএল এর কর্মকর্তা, মিডিয়াকমীর্, পরিবেশ ক্লাব ও বয়েজ ক্লাবের সদস্যবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন । এরপর পরিবেশ অধিদপ্তরের সিবিএÑ ইসিএ প্রকল্পের টেকনাফ সাইট অফিসের ক্লাইমেট চেঞ্জ এন্ড অ্যাডাপ্টেশন অফিসার ও ফোকাল পার্সন মোঃ ইউছুফ হাসানের সভাপতিত্বে নেকম টেকনাফ সাইট অফিসের ইনচার্জ নারায়ণ দাশের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ হুমায়ুন মোরশেদ, শীলখালী সিএমসি সভাপতি সাইফুল্লাহ কোম্পানী। স্বাগত ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন - সিবিএÑ ইসিএ প্রকল্পের নেচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট অফিসার মোঃ হাসিবুর রহমান । দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন Ñ ভয়েজ ক্লাবের সভাপতি মোঃ আব্দুল্লাহ , পরিবেশ ক্লাবের সদস্য জয়নাল উদ্দীন, এলাকার ৫৮টি ভিসিজির পক্ষে আবুল কাসেম, মারিশবনিয়া এসইএসডিপি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বড়ডেইল ভিসিজির সভাপতি মাষ্টার হোছাইন আহাম্মদ, সিএমসির সহ-সভাপতি মমতাজ উদ্দীন চৌধূরী, সিআরইএল এর গভর্ণেস অফিসার মিসেস সরওয়ার জাহান, কমিউকেশন অফিসার বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ সেন। কুইজ প্রতিযোগিতায় শামলাপুর হাইস্কুলের ১০ম শ্রেনীর ছাত্র সাদ্দাম হোসেন ১ম, ছৈয়দ নুর ২য়, রহিম উল্লাহ ও মুফিজুর ইসলাম যুগ্নভাবে ৩য় এবং মোঃ তারেক ৪র্থ স্থান লাভ করে। অনুষ্টানে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন - মোঃ আশিকুর রহমান।
শিক্ষক Ñশিক্ষার্থী , সরকারী কর্মকতার্, আয়োজক সংস্থার কর্মকর্তা -কর্মচারী, সিএমসির সদস্যবৃন্দ, সিআরইএল এর কর্মকর্তা, মিডিয়াকমীর্, পরিবেশ ক্লাব ও বয়েজ ক্লাবের সদস্যবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন । এরপর পরিবেশ অধিদপ্তরের সিবিএÑ ইসিএ প্রকল্পের টেকনাফ সাইট অফিসের ক্লাইমেট চেঞ্জ এন্ড অ্যাডাপ্টেশন অফিসার ও ফোকাল পার্সন মোঃ ইউছুফ হাসানের সভাপতিত্বে নেকম টেকনাফ সাইট অফিসের ইনচার্জ নারায়ণ দাশের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ হুমায়ুন মোরশেদ, শীলখালী সিএমসি সভাপতি সাইফুল্লাহ কোম্পানী। স্বাগত ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন - সিবিএÑ ইসিএ প্রকল্পের নেচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট অফিসার মোঃ হাসিবুর রহমান । দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন Ñ ভয়েজ ক্লাবের সভাপতি মোঃ আব্দুল্লাহ , পরিবেশ ক্লাবের সদস্য জয়নাল উদ্দীন, এলাকার ৫৮টি ভিসিজির পক্ষে আবুল কাসেম, মারিশবনিয়া এসইএসডিপি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বড়ডেইল ভিসিজির সভাপতি মাষ্টার হোছাইন আহাম্মদ, সিএমসির সহ-সভাপতি মমতাজ উদ্দীন চৌধূরী, সিআরইএল এর গভর্ণেস অফিসার মিসেস সরওয়ার জাহান, কমিউকেশন অফিসার বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ সেন। কুইজ প্রতিযোগিতায় শামলাপুর হাইস্কুলের ১০ম শ্রেনীর ছাত্র সাদ্দাম হোসেন ১ম, ছৈয়দ নুর ২য়, রহিম উল্লাহ ও মুফিজুর ইসলাম যুগ্নভাবে ৩য় এবং মোঃ তারেক ৪র্থ স্থান লাভ করে। অনুষ্টানে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন - মোঃ আশিকুর রহমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন