চকরিয়ায় তাবিনাজ ও উবিনীগের বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

প্রেসবিজ্ঞপ্তি
বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে তাবিনাজ( তামাক বিরোধী নারী জোট), উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা)’র উদ্যোগে, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় গতকাল ৩১ মে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। এদিন সকালে বিভিন্ন ফেষ্টুন সম্বলিত এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়েছে। র‌্যালিতে নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে।
র‌্যালীটি পৌরসভার হাসপাতাল সড়ক থেকে শুরু হয়ে জনতা বাজার গিয়ে শেষ হয়েছে। র‌্যালী শেষে এক সভা বে-সরকারী সংস্থা কর্মনীড় চিরিঙ্গাস্থ কার্যালয়ে এক আলোচনা কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহেনা বেগমের সভাপতিত্বে ও সাংবাদিক বেলালের সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ মাহমুদুল হক, উবিনীগের আঞ্চলিক সমন্বক রফিকুল হক টিটো, বে-সরকারী সংস্থা একলাবের প্রকল্প ব্যাবস্থাপক মাহবুবুর রহমান ভূইয়া, চকরিয়া এনজিও সমন্বয় পরিষদের সমন্বক মোঃ নোমান, চকরিয়া কর্মনীড়ের সভানেত্রী রিপু প্রভা নাথ প্রমুখ। বক্তরা বলেছেন, তামাক কোম্পানী গুলো বনায়নের নামে প্রচারণা চালালেও মূলত তারা বন ধ্বংস করছে। সামাজিক দায়বদ্ধতার আদলে বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন কোম্পানীর লোগো, সাইন, সিল, ট্রেডমার্ক ব্যবহার করে পণ্যের বিজ্ঞাপন করে থাকে। তামাক কোম্পানীর এ ধরণের প্রচারণা নিষিদ্ধ করতে হবে। তামাক চাষীরা দৃশ্যত লাভবান হলেও নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়ে পুরো টাকা ব্যয় হয়ে যায়। বক্তারা খাস জমিতে তামাক চাষ বন্ধ ও চুল্লিতে কাঠ পুড়ানো নিষিদ্ধের দাবী জানান। আগামী বাজেটে তামাকজাত পণ্যের উপর উচ্চু হারে কর বৃদ্ধির প্রস্তাব করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন