মোঃ মিজানুর রহমান আজাদ
কক্সবাজার সদরের ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ ১১ জুন সকাল ১১টার দিকে বাসষ্টেশন এলাকা থেকে এক প্রেমিক জুটিকে আটক করে। আটককৃত প্রেমিকজুটি হচ্ছে সাকিল বড়–য়া (২৫), পিতা- মানিক বড়–য়া,
হাজারীকুল রামু ও মিলা বড়–য়া(১৯), পিতা- শুভ দত্ত বড়–য়া, পশ্চিম বড়–য়া পাড়া, রামু। প্রত্যক্ষদর্শী শ্যামলী পরিবহণের ম্যানেজার আকতার জানান, গতকাল উপরোক্ত সময়ে উক্ত রসিক প্রেমিক জুটি পরিবারের অগোচরে বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে প্রেমিকার এক স্বজন গোপনে তারা ঈদগাঁও বাসষ্টেশনে অবস্থান করছে জানতে পেরে তাদের আটকের চেষ্টা করে। এ সময় ওই যুবক প্রেমিকাকে তার বোন বলে দাবী করলেও তরুণী তাকে চিনেনা বলে উপস্থিত লোকজনদের জানাই। এ সময় তাদের বাকবিতন্ডার এক পর্যায়ে লোকজন তাদের ঈদগাঁও সৌদি কাউন্টার সংলগ্ন স্থানে আটক করে স্থানীয় পুলিশকে ঘটনাটি জানালে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনজুর কাদের ভূঁইয়ার নির্দেশে পুলিশের একটি দল তাদের আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। পরে অভিভাবকদের ঘটনাটি অবহিত করলে উভয় পক্ষের সম্মতিতে পুলিশ ধৃত প্রেমিক জুটিকে অভিভাবকদের নিকট হস্তান্তর করে বলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ প্রতিনিধিকে জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন